Human being

HUMAN BEING
ANWAR NURUL ISLAM
A N I 
22/4/2019

HUMAN BEING

Without humanity world is non. Everything is zero.our world our destiny is so beautiful like a family,we are live in different types of country, different social, different religion but our all souls is one,if your one soul injured our all soul fill her pain.our development our company is now more strong because we are going to a strong relationship Each Other.man will be man ,this is real truth.
Please you never think you're asian, you're American, African
You're a always a man .
Please you never think you're a Rich, you're a powerful nation
You're always a man.
Man will be man.
Human Services is the best politics.human being service and respect able side of think your Rich mind.

■ মানবতা ।

প্রচলিত কথার মহান উক্তি , মানুষ মানুষের জন্য ।
কথায় আছে, মানব সেবাই মহান ধর্ম ।
এক একটি মানুষ নিয়ে পৃথিবীটা এক গুচ্ছ ফুল,এক গুচ্ছগ্রাম,এক গুচ্ছদেশ ।

মানুষ আছে বলেই পৃথিবীটা আজ ফুলে ফলে এত সুন্দর ।
মানুষকে অবজ্ঞা করে কিছুই করা সম্ভব নয়, আমি ধনী বলে গরীবকে অবজ্ঞা করবো কিছুতেই কাম‍্য নয় ।
মানুষে মানুষে আজ অনেক দেশ,দেশে দেশে অনেক জাত,
জাতে জাতে অনেক তফাত, সর্বপরি আমরা তো মানুষ‌ই ।
ধর্ম অধর্ম,পতিত দলিত,গরীব মনিব আমরা সকলেই মানুষ ।
মানুষ,মানবতা,কর্মচঞ্চলতা,সফলতা,ব‍্যর্থতা সব নিয়ে আমার
একটা কবিতা আছে ,সেখানে কিছুটা বয়ান করার চেষ্টা করেছি।

দোটানা ।
আনোয়ার নূরুল ইসলাম
২১/ভাদ্র/১৪২৬  ( দূর্গাপুর )
( নোলকের কল,নাকে খত । সোনার ছুড়ি,সুখের রথ )

মানুষ পড়েছে দোটানায়
বহুজাতিক অর্থনীতি আর বহুধর্ম প্রচারণায়।
একি দেশে অনেক ধর্ম, একি ধর্মে অনেক জাত
মানুষ পড়েছে দোটানায়, করিতে তার তফাৎ ।
মানুষ পড়েছে দোটানায়
আগ্রাসি মনো ভাব আর অগ্রগতির সমীক্ষায়
উদীয়মান অর্থনীতি আর উন্নত বিশ্বের দৃষ্টিকোণ
ভাগ্য বদলানোর প্রচেষ্টায় করছে উদ্ভট আচরণ ।
মানুষ পড়েছে দ্বিধায়
অর্থনৈতিক আগ্রাসন আর ধর্মীয় চেতনায়
মানুষ যাবে কোন দিশায়
ধর্ম বলে ধন ছাড়ো,সমরাজ‍্য চলে মুক্ত চিন্তায় ।
মানুষ যাবে কার মতে
নেতার কথায়, নাকি নৈতিকতার উৎসতে
স্বজাতির আঘাত, নাই পেটে ভাত
ধর্মের দোহাই, উগ্রবাদীর উৎপাত ।
স্বধর্মে আজ বহু মত,বহু ভাগ
সাধারণ মানুষ তাতেই কুপোকাত
ভীন ধর্মে করি না বিশ্বাস
তাই বলে তাদের‌ও করতে পারি না আঘাত ।
ভীন দেশের পন্য বর্জন করতে পারি না
আমার দেশের যা আছে তাতে আমার‌ই চলে না ।
তাই বলে ভীন দেশী পন‍্যে বাজার হবে সয়লাব
তাহলে আমার দেশের কৃষক ঘাম ঝরিয়ে কি লাভ ।
আমার ক্ষেতে যা ফলে,আমার‌ই কোন মতে চলে
জন বহুল শহর,ঘুরছে গাড়ির চাকা,ঘুরছে চাকা শিল্প কলে ।
সমাপ্ত ‌।

Human being

দেশে দেশে আজ মানবতা চিৎকার করে কাঁদছে ।
যেন দেখার কেউ নেই ।
মানবতার অন্তরালে হিংস্র দানব চষে বেড়ায় আনাচে কানাচে ।
মানুষের আগ্রাসী মনোভাব আজ মানব সভ‍্যতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।মানুষ সভ‍্যতায় এসেও অসভ্য আচরণ করছে । আধুনিক প্রযুক্তি মানুষকে যান্ত্রিক সভ‍্য করেছে কিন্তু মানসিক সভ‍্য করতে পারেনি ।

হয় তো দেদার বলা যায়, মানুষ আজ অনেক উন্নত । কিন্তু আমরা কতটা উন্নতি করতে পেরেছি, প্রত‍্যেকে নিজেকে প্রশ্ন করলেই উত্তর বেরিয়ে আসবে।
দেশে দেশে মানবাধিকার সংগঠন আছে কিন্তু তারা মানবাধিকার কতটুকু সংরক্ষণ করতে পেরেছে তা নিয়ে কারো কোন উত্তর
জানা নেই ।
রোগ বালাই রং ঝালাই করে মানুষ গুলো ফিটফাট হয়ে চলছে, কিন্তু ভোগ ভোগান্তির অতল গভীরে মানুষ হায়নার মতো লাফিয়ে লাফিয়ে উঠছে । চেহারা, দেশ,জাতি, ধর্ম সবকিছুই দেখে মানুষ চেনা দায় ‌।

THANK YOU ALL.
A N I .



Powered by Blogger.