নক্ষত্রের নানান কথা

নক্ষত্রের নানান কথা

The various talking of the stars


জ্যোতির্বিজ্ঞানিরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ‘আলোকবর্ষ’ একক দিয়ে দূরত্ব পরিমাণ করেন । ১ সেকেন্ডে আলোর গতি প্রায় ৩০০,০০০ কিলোমিটার। এই হিসাবে আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে সেটাই হল এক  আলোকবর্ষ । মনে করা হয় যে নক্ষত্র গুলো নীহারিকা থেকে সৃষ্টি হয়েছে সেই নক্ষত্রদের রং দেখে আমরা অনুমান করতে পারি সেই নক্ষত্র কতটা উত্তপ্ত। লাল রঙের নক্ষত্রের উষ্ণতা সব থেকে কম, মাঝারি হলুদ নক্ষত্রের উষ্ণতা একটু বেশি । 


নীল নক্ষত্রের উষ্ণতা আরও একটু বেশি। সাদা রঙের নক্ষত্রের উষ্ণতা সবথেকে বেশি । অনেক নক্ষত্র কাছাকাছি অবস্থান করে, তাদের কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে বিভিন্ন আকৃতি গঠিত হয়। এদেরকে বলা হয় নক্ষত্রমণ্ডল। উত্তর আকাশে সাতটি নক্ষত্রের সমষ্টিকে সপ্তর্ষিমণ্ডল বলে। তাঁদের নাম প্রাচীনকালের সাত জন ঋষির নাম অনুসারে রাখা হয়েছে । এদের দেখতে অনেকটা ? চিহ্নের মত হয়। আবার ইংরেজি M অক্ষরের মত ক্যাসিওপিয়া। ক্রস চিহ্নের মত হল বকমণ্ডল। 

|✓| নক্ষত্রগুলোকে চারটি সাধারণ ভাগে ভাগ করা হয়

এই ভাগগুলো করা হয়েছে শুধুমাত্র ভরের বা ওজনের ভিত্তিতে,
|∆| অত্যল্প ভরের নক্ষত্র। Very Low Mass Stars
এদের ভর সৌর ভরের চেয়ে ০৫ গুণের কিছু কম হয়ে থাকে।  ভর, ব্যাসার্ধ, উজ্জ্বল্য এবং উপরিতলের  তাপমাত্রার বিচারে
|∆| অল্প ভরের নক্ষত্র। Low Mass Stars
সৌরভরের .০৫ থেকে ১.৮-২.৫ গুণ ভরের নক্ষত্রকে এই পর্যায়ে ফেলা হয়।
|∆| মধ্যম ভরের নক্ষত্র। Inter-mediate Mass Stars
সৌরভরের .১.৮-২.৫ থেকে ৫-১০ গুণ ভরের তারা।
|∆| ভারি ভরের নক্ষত্র। Massive Mass Stars
সৌরভরের ৭-১০ থেকে তদূর্ধ ভরের নক্ষত্র।


|∆| সূর্যের চেয়ে ভারি নক্ষত্রের বর্ননা 
সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার কম ভরের নক্ষত্রের শেষ দশা বড় জোর কৃষ্ণ বামন তারা হতে পারে। কিন্তু সূর্যের ১.৪৪ গুণের বেশি হলে- নক্ষত্রে পরিবর্তন ঘটতে থাকে নানা ভাবে। সূর্যের ১.৪৪ গুণের বেশি ভর বিশিষ্ট নক্ষত্রের বাইরের স্তরের উপরিভাগে জমে থাকে গ্যাস, হিলিয়াম, কার্বন এবং হাইড্রোজেন। এই তিনটি উপাদান দুটি স্তরে বিভক্ত হয়ে যায়। এর কেন্দ্রে জমা হয় কার্বন। আর বাইরের স্তরে থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম। এই অবস্থায় নক্ষত্রের কেন্দ্রে কোনো বিক্রিয়া ঘটে না। নক্ষত্র ক্রমাগত সঙ্কুচিত হওয়ার সাথে সাথে এর কেন্দ্রে তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে। 


সূর্য নক্ষত্র আছে আমাদের থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে আছে । তারপর রয়েছে ৪১ লক্ষ কোটি কিলোমিটার দূরে নক্ষত্র প্রক্সি-মা সেন্তাউরি।যে সমস্ত নক্ষত্রের ভর সূর্যের চেয়ে বেশি কিন্তু তা সূর্যের চেয়ে ৩ গুণ ভারি, তাদের নতুন জীবন শুরু হয়, নতুন পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে। 

আলোচ্য প্রক্রিয়ার মাধ্যমে এই ভারি নক্ষত্রগুলো তাদের সঞ্চিত হাইড্রোজেন পুড়িয়ে প্রথমে শ্বেত বামন তারায় পরিণত হওয়ার পথে অগ্রসর হয়েও হতে পারে না। কারণ, কেন্দ্রের কার্বনের সঞ্চয় পরিমাণ বৃদ্ধির কারণে, নক্ষত্রটি কার্বন তারায় বা Carbon star'এ পরিণত হয়। এরপর কেন্দ্রের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির জন্য, এক সময় কার্বন দহন শুরু হয়। ফলে ভারি নক্ষত্রের আবার নতুন জীবন শুরু হয়।


No comments

Powered by Blogger.