উযুর দোয়া সমূহ

উযুর দোয়া সমূহ

Islam



শান্তি আর সফলতার বারতা নিয়ে এসে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি পরতে রেখে গেছেন উম্মতের করনীয় এবং বর্জনীয় হুকুম আহ্কাম। ইসলাম ধর্মের যে পাঁচটি মূল ভিত্তি রয়েছে তার মধ্যে অন‍্যতম হলো নামায। নামাযের জন্য অত্যন্ত কঠোর ভাবে নির্দেশ করা হয়েছে। নামায শুদ্ধরত হতে হলে ওযূ হতে হবে শুদ্ধতম। তাই ওযূর হুকুম আহ্কাম গুলো ভালো ভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

|◆| উযুর শুরুতে পড়ার দু‘আ

بِسْمِ اللهِ وَالْحَمْدُ لِلّٰهِ
আল্লাহর নামে শুরু করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

হাদীসে পাকে আছে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে উযু করলে যতক্ষণ ঐ উযু থাকবে, ফেরেশতাগণ তার নামে ততক্ষণ অনবরত সাওয়াব লিখতে থাকবে, যদিও সে কোন মুবাহ কাজে লিপ্ত থাকে।

|◆| উযুর মাঝে পড়ার দু‘আ

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِـيْ وَوَسِّعْ لِـيْ فِيْ دَارِيْ وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ.
হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন। আমার ঘর প্রশস্ত করে দিন। আমার রিযিক বৃদ্ধি করে দিন। নাসায়ী সুনানে কুবরা, হাদীস: ৯৯০৮

|◆| উযুর শেষে উপরের দিকে তাকিয়ে পড়ার দু‘আ

اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ. وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ.

আমি (অন্তরের অকাট্য বিশ্বাসের সাথে) সাক্ষ্য (স্বরূপ মুখে ঘোষণা) দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ (ইবাদতের যোগ্য) নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা এবং রাসূল। সহীহ মুসলিম, হাদীস: ২৩৪, ৫৭৭

যে ব্যক্তি সুন্দরভাবে উযু করে আকাশের (উপরের) দিকে তাকিয়ে উপরোক্ত দু‘আ অর্থাৎ কালিমায়ে শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়, সে যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 

|◆| অতঃপর এই দু‘আ পড়বে

اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَوَّابِيْنَ. وَاجْعَلْنِـيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করুন। সুনানে তিরমিযী, হাদীস: ৫৫

ওযূ যেনতেনভাবে করলেই হবে না। সুন্নাত পদ্ধতিতে শুদ্ধ ভাবে ওযূ করতে হবে। এই ওযূই আপনার নামাযের প্রথম সম্ভ। সুন্নাত ত্বরিকায় ওযূতে রয়েছে অনেক শাওয়াব। কিন্তু দুঃখের বিষয় আমরা খুবই তড়িঘড়ি করে যেনতেন ভাবে ওযূ সেরে ফেলি, তারপর সেই ওযূ দিয়ে অনেক মূল্যবান ইবাদত সমূহ করে থাকি। কিন্তু আল্লাহ পাক ভালো জানেন, কার কোন আমল কবুল হচ্ছে
তাই ওযূ একটু সময় নিয়ে ভালো ভাবেই করা উচিৎ। 

No comments

Powered by Blogger.