বাংলা ভাষায় বহুল প্রচলিত প্রবাদ সমূহ

THE MOST COMMON BENGALI PROVERB  WITH ENGLISH | বাংলা ভাষায় বহুল প্রচলিত প্রবাদ সমূহ |



A N I |
15 | SEPTEMBER | 2019 |
THE MOST COMMON BENGALI PROVERB  WITH ENGLISH |
বাংলা ভাষায় বহুল প্রচলিত প্রবাদ সমূহ |


■ THE PROVERB |
【1】 পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে___Harm hatch, harm catch.
【2】 পাননা তাই খাননা / আঙ্গুর ফল টক_____The grapes are sour.
【3】 পাপের ধন প্রায়শ্চিত্তে যায়_______ Ill got ill spent.
【4】 পেটে খেলে পিঠে সয়___Give me roast meat and beat me with the spit.
【5】 বিনা মেঘে বজ্রপাত____A bolt from the blue.
【6】 বসতে পেলে শুতে চায়_ Give him an inch, and he will take an ell.
【7】 বজ্র আঁটুনি ফস্কা গিরো_____The more laws, the more offenders.
【8】 বামুন গেলো ঘর তো লাঙ্গল তুলে ধর____When the cat is away, the mice will play.
【9】 সে বরের ঘরের মাসী কনের ঘরের পিসী_He runs with the hare and hunts with the hound.
【10】 ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া_Beggars must not be choosers.
【11】 ভাত খায় ফ্যান দিয়ে গপ্প মারে দই______Great boast, small roast.
【12】 ভাগের মা গঙ্গা পায় না______Everybody’s business is nobody’s business.
【13】 জলে কুমির, ডাঙায় বাঘ__Between the devil and the deep sea. OR, Between Scylla and Charybdis.
【14】 মানুষ ভাবে এক হয় আর এক_ Man proposes but God disposes.
【15】 মারিত গণ্ডার, লুটিত ভাণ্ডার___Pitch your aims high.
【16】 মিষ্টি কথায় চিঁড়ে ভিজে না_____ Fine (OR, Fair) words butter no parsnips. OR, Wishes never fill the bag.
【17】 মশা মারতে কামান দাগা_____To break a butterfly upon a wheel.
【18】 মরার উপর খাঁড়ার ঘা__To pour water on a drowned mouse. OR, To slay the slain.
【19】 মরা হাতি লাখ টাকা___The very ruins of greatness are great.
【20】 মুনীনাঞ্চ মতিভ্রমঃ / ভুল করা মানুষের স্বভাব__To err is human. OR, Good Homer sometimes nods.
【21】 হাতি ঘোড়া গেলো তল, গাধা বলে কতো জল__Fools rush in where angels fear to tread.
【22】 যেমন কর্ম তেমন ফল__As you sow, so you reap. OR,Like father like son.
【23】 যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়_____Dangers often come where danger is feared.
【24】 যাকে রাখো সেই রাখে____Keep the shop, and the shop will keep thee.
【25】 যারে দেখতে নারি, তার চলন বাঁকা____Faults are thick where love is thin
【26】 যার জ্বালা সেই জানে___The wearer best knows where the shoe pinches.
【27】 যতো পায়, ততো চায়__The more man gets, the more he wants.
【28】 শেষ রক্ষাই রক্ষা / শেষ ভালো যার, সব ভালো তার__ All’s well that ends well.
【29】 সবুরে মেওয়া ফলে____Patience is bitter, but its fruit is sweet.
【30】 লোভে পাপ পাপে মৃত্যু__A varice begets sin, sin begets death .
【31】 অহিংসা পরম ধর্ম_____Non-violence is a supreme virtue.
【32】 আগে ফাঁসি তার পর বিচার____Lydford law.
【33】 অধ্যবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে__Slow and steady wins the race
【34】 যতই পড়িবে, ততই শিখিবে___The more you read, the more you learn.
【35】 কত ধানে কত চাল বুঝবে___You will know now what's what.
【36】 শরীরের নাম মহাশয়,যা স্ওয়াবে তাই সয়__We first make our habits and then habits make us.
【37】 ঘুঘূ দেখেছো, ফাঁদ দেখনি__You cannot make a silk purse out of a sow's ear.
【38】 নিজের পায়ে কুড়াল মারা____To dig one's own grave.
বড় যদি হতে চাও ছোট হও তবে___Fools rush in where angels fear to tread.
【39】 সুসময়ের বন্ধু অনেকেই হয়, অসময়ে হাহ হায় কেউ কারো নয়_____Prosperity brings friends, adversity tries them.
【40】 অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিও না___Quit not certainty for hope
【41】 অধ্যয়নই মানুষকে পরিপূর্ণ করে__Do not exchange the substance for the shadow; never lose your today for tomorrow.
【42】 আজ বাদশা কাল ফকির__A king today is a beggar tomorrow.
【43】 অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে_A bad penny always turns up. A worthless .
【44】 আগামীকালের জন্য কোন কাজ ফেলে রেখ না__Never put off until tomorrow what can be done today.
【45】 সোজা আঙ্গুলে ঘি ওঠে না____ A cat is more tenacious of life than any animal.

■ বিভিন্নভাবে প্রবাদের প্রকরণ হতে পারে ।
【1】 নীতিকথামূলক      : ধর্মের কল বাতাসে নড়ে, সত্যের জয় হয়।
【2】 ইতিহাসমূলক কথা    : ধান ভানতে শীবের গীত।
【3】 সাধারণ অভিজ্ঞতামূলক   : দশের লাঠি একের বোঝা।
চোর পালালে বুদ্ধি বাড়ে।
【4】 চরিত্রমূলক         : গায়ে মানে না আপনি মোড়ল।
【5】 সমাজমূলক        : মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
মরলে শহিদ বাঁচলে গাজি।
【6】 কাহিনিমূলক       : অতি লোভে তাঁতি নষ্ট।
【7】 সমার্থকমূলক       : কয়লা ধুলে ময়লা যায় না।
চোরা না শোনে ধর্মের কাহিনি।
【8】 পরস্পর বিরোধিমূলক : দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
【9】 ক্রিয়াহীন         : আপন ভাল তো জগৎ ভাল।
প্রবাদের বাক্যগত গঠন
【10】 পূর্ণবাক্য : মরা হাতিও লাখ টাকা। এক হাতে তালি বাজে না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
【11】 খণ্ডবাক্য : ঘরের শত্রু বিভীষণ। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ।
【12】 বহুখণ্ডবাক্য : কাজের বেলায় কাজি, কাজ ফুরালে পাজি। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।
【13】 যেমন কুকুর তেমন মুগুর (যার যেমন স্বভাব, তাকে সেভাবে শায়েস্তা করা) দুষ্টের দমন করতে যেমন কুকুর তেমন মুগুর না হলে চলে না।
【14】 রতনে রতন চেনে (এক মন্দ ব্যক্তি আরেক ব্যক্তির মন্দত্ব সহজেই বোঝে) আজহারই পারবে ফেরদৌসের কুকীর্তির তথ্য হাজির করতে কারণ রতনে রতন চেনে।
【15】 লাভের গুড় পিঁপড়েয় খায় (সামান্য লাভ করতে গিয়ে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়া) বেশি লোভ করো না, শেষে লাভের গুড় পিঁপড়ে খাবে।
【16】 শাক দিয়ে মাছ ঢাকা (ব্যর্থ চেষ্টা করা) অপরাধ করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, তাতে বরং অমঙ্গলই হবে।
【17】 শাপে বর হওয়া (যা মন্দ ভাবা হয়েছিল আসলে তা ভাল হওয়া) কুৎসা রটিয়ে বিরোধী পক্ষের কোন লাভ হলো না বরং সত্য জেনে এখন আফসার সাহেবকেই সবাই বাহবা দিচ্ছে-একেই বলে শাপে বর হওয়া।
【18】 শিকারি বেড়াল গোঁফ দেখে চেনা যায় (হাবভাব দেখেই উদ্দেশ্য বোঝা যায়) অভিজ্ঞ মানুষ মানুষ চিনতে ভুল করে না কারণ শিকারি বেড়াল গোঁফ দেখে চেনা যায়।
【19】 সাবধানের মার নাই (সতর্কতার বিপদ নাই) সাবধানের মার নাই-বাক্যটি প্রবাস জীবনে স্মরণ রেখ।
【20】 সাতেও নাই পাঁচেও নাই (নিরপেক্ষ) সংসারে সাতেও নাই পাঁচেও নাই এমন মানুষ পাওয়া দুষ্কর।
【21】 হক কথার মার নাই (সত্য কথা বললে লাভবান হওয়া যায়) আলোকিত মানুষ মাত্রই জানে, হক কথার মার নাই।
【22】 হাতের লক্ষ্মী পায়ে ঠেলা (সুযোগ গ্রহণ না করা) হাতের লক্ষ্মী পায়ে না ঠেলে চাকরিটাই আপাতত যোগদান কর।

THANK YOU ALL.
A N I .

No comments

Powered by Blogger.