কান চুলকাতে কটন বাডস'এর ব্যবহার আর নয়

কান চুলকাতে কটন বাডস'এর ব্যবহার আর নয়

কান চুলকাতে কটন বাডস'এর ব্যবহার আর নয়


কটন বাড দিয়ে কান চুলকাতে বেস ভালোই লাগে। কিন্তু এরপর বুঝা যায় তার ক্ষতিকর দিকটি। কান ব‍্যথা, কান ফাকা, কান থেকে পানি বের হ‌ওয়া ইত্যাদি রোগ দেখা দেয়। বাস্তব কথা হলো, কটন বাড দিয়ে কান পরিস্কার করা,কান চুলকানো কোন কিছুই ভালো নয়। এইক্ষেত্রে যদি আপনার কানে ময়লা জমে বা চুলকায়, তাহলে আপনি কি করবেন ? কান বেশি চুলকাচ্ছে মনে হলে অলিভ অয়েল, বেবি অয়েল, মিনারেল অয়েল, গ্লিসারিন—এসবের কোনো একটির কয়েক ফোঁটা কানে দিতে পারেন। ময়লা নরম হয়ে নিজে নিজেই বেরিয়ে আসবে।


৷●৷ কটন বাড'এর দিকবিদিক
কানের ময়লা বা ওয়াক্স নিজে নিজেই তৈরি এবং নিজে নিজেই বের হয়ে । এই ওয়াক্স এক ধরনের  ছাকনির মতো যা কানের ভেতরের মল- ময়লা ও ধূলি-কণা আটকাতে সাহায্য করে। ওয়াক্স তৈরি না হলে কান শুষ্ক হয়ে যেতে পারে এবং কানের ভেতর বিরবির করে চুলকানি হতে পারে। এসব পরিষ্কার করতে কটন বাড ব্যবহারের কোনো দরকার নেই।
৷●৷ কটন বাড'স এর তুলা কানের ভেতরে থেকে যাওয়ার আশঙ্কা থাকে। কিছু অংশ কানে রয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিপদ আনতে পারে।
৷●৷ কটন বাড ব্যবহারের ফলে কানের ভেতরের ময়লা যতটা না বের হয়, তারও চেয়ে বেশি ভেতরে ঢুকে যায়।
৷●৷ অনেক ক্ষেত্রে এসব ময়লা কানের পর্দার কাছাকাছি বা পর্দার ওপর স্তর আকারে জমে হয়ে যায়। কানের পর্দা ব্লক হয়ে যায়।
 
৷●৷ কানের ভেতরের সূক্ষ্ম চামড়া শক্ত হয়ে যায়। এরফলে নানান ধরনের  সমস্যা তৈরি করে ও ব্যথার কারণ হতে পারে।
৷●৷ কটন বাড ব্যবহারে ছত্রাক সংক্রমণ হতে পারে। আঘাত লাগলে কানের পর্দা দ্রুত ফেটে যাওয়া বা কানের হাড় ভেঙে যায়।
৷●৷ দীর্ঘদিন কটন বাডস ব‍্যবহারের এক পর্যায়ে শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে। হারিয়ে যেতে পারে আপনার দেহের ভারসাম্য।


সর্বপরি !
কান খুঁচিয়ে পরিষ্কারের কোনো প্রয়োজনই নেই। প্রাকৃতিক ভাবেই কানের ময়লা বেরিয়ে আসে। তাই এই নিয়ে চিন্তার কোন কারণ নেই। আপনি হয়তো কানের সামনের দিকের ময়লাগুলো কটন বাড দিয়ে পরিষ্কার করবেন কিন্তু ভেতরের ময়লা পরিষ্কার করা আপনার পক্ষে সম্ভব নয়। তাই কানের সুস্থতার জন্য আজই ছাড়ুন কটন বাড।





No comments

Powered by Blogger.