মেহরাব এবং মিম্বারের বিধান ও নিয়ম

rules-and-regulations-mehrab-and-mimbar



মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং শান্তিপূর্ণ স্থান। মসজিদের দৈর্ঘ্য প্রস্থ, রং ডিজাইন ইত্যাদি আপনি চাইলেই আপনার পছন্দ মতো দিতে পারেন, কিন্তু মসজিদের কিছু নির্দিষ্ট স্থান রয়েছে যা মসজিদ নির্মাণের সাথেই সম্পৃক্ত। শরিয়তের বিধান মতো নির্মাণ করতে হয়। 


এগুলো শুরু থেকেই পরিকল্পনা মতোই নির্মাণ করতে হয়। কিন্তু কথা হলো এগুলো নির্মাণের ক্ষেত্রে শরিয়তের বিধান রয়েছে, নির্মাতা প্রতিষ্ঠান কিংবা ইঞ্জিনিয়ার চাইলেই সেগুলো নিজের পছন্দ মতো নির্মাণ করতে পারবেন না। যেমন মসজিদের মেহরাব, মিনার, মিম্বার ইত্যাদি। আজ আলোচনা করা হবে মেহরাব এবং মিম্বারের বিধান ও মাসায়েল। 


★ মেহরাবের বিধান 
মেহরাবের মধ্যে ইমামের দাঁড়ানোর স্থান কাতারের ঠিক মাঝখানে যেন হয় এ ব্যাপারে খেয়াল রাখতে বলা হয়েছে। সুতরাং উভয় পার্শ্বের মুসল্লী যাতে সমান হয়। নতুবা বিনা ঠেকায় কাতার কোন একদিকে বেশী হয়ে গেলে মাকরুহ হবে । সর্বশেষ অসম্পন্ন কাতারেও উভয় পার্শ্বে সমান মুসল্লী থাকতে চেষ্টা করবে। আবূ দাউদ হাদীস নং ৬৮১


অধিকাংশ স্থানে মসজিদের ঠিক মাঝে মেহরাব তৈরী করে তার ডান পার্শ্বে মিম্বর তৈরী করে। এতে ইমাম বাম দিকে চেপে দাঁড়াতে বাধ্য হন। এটা মাকরূহ। সুতরাং মেহরাব তৈরী করার সময় এ ব্যাপারে খুব খেয়াল রাখবে মেহরাব যদি বড় আকারের হয় তাহলে তার ডান পার্শ্বে মিম্বর বানানো সত্ত্বেও ইমাম মাঝে দাঁড়াতে সমস্যা হয় না। 


কিন্তু মেহরাব যদি ছোট আকারে হয় এবং মেহরাবের ভিতরে ডান দিকে মিম্বর বানাতে চায় তাহলে মেহরাবকে মসজিদের একদম মাঝে না বানিয়ে একটু ডান দিকে নির্মাণ করা উচিত। তাহলে ইমামের কাতারের একদম মাঝে দাঁড়াতে সমস্যা হয় না। আবূ দাউদ হাদীস নং ৬৮১


★ মিম্বারের মাসাইল এবং বিধান 
অনেকে মনে করে মিম্বর তথা খুতবার সময় ইমামের বসার ও দাঁড়ানোর স্থান কাতারের ঠিক মাঝ বরাবর হওয়া জরুরী। এটা ভুল ধারণা। এর পক্ষে কোন দলীল নেই। রদ্দুল মুহতার: ১/৬৪৬


মসজিদের মিম্বর তিন ধাপ বিশিষ্ট হবে এবং প্রত্যেকটি ধাপ এতটুকু উঁচু করবে যাতে খতীব সাহেব সেখানে আরামের সাথে বসতে পারেন। তিনের অধিক ধাপ বিশিষ্ট মিম্বর বানানোর কোন প্রমাণ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে নেই। হ্যাঁ তৃতীয় ধাপের উপর হেলান দেয়ার জন্য আলাদা ব্যবস্থা করা যেতে পারে। ফাতহুল বারী-২/৪৯০, বাযলুল মাজহূদ-২/১৭৮


No comments

Powered by Blogger.