বন্ধ্যাত্ব প্রকার এবং কারণ সমূহ



Infertility types and causes


বন্ধ্যাত্বের কারণে অনেক সাজানো সংসার ভেঙ্গে গেছে। স্বামী স্ত্রীর শত সুখ সেখানে খুব মলিন দেখায়। অজানায় থেকে যায় বহুকালের দীর্ঘ শ্বাস। এক সময় আমাদের দেশে বন্ধ্যাত্বের জন্য এক চেটিয়া নারীদের দোষারোপ করা হতো। চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আজ দুজনেই সমান দোষী। আসলেই এই বন্ধ্যাত্ব কোন দোষ নয়, কোন পাপ নয়। 

সমাজে বা পরিবারে ছোট করে দেখার কোন বিষয় নয়। পরিবারের সকলের ভালোবাসা আর সুচিকিৎসা গ্রহণ করলে বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া যায়। তাই সময় মতো চিকিৎসা নিন। 

In This Article
✓ বন্ধ্যাত্ব কাকে বলে ?
 ✓ বন্ধ্যাত্ব কাদের সমস্যা ?
✓ বন্ধ্যাত্বের প্রকার
✓ নারীর ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ সমূহ  
✓ পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ সমূহ 

✓ বন্ধ্যাত্ব কাকে বলে ?

যখন কোন সক্ষম দম্পত্তি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে একসাথে থাকার পরও একবছর এবং এর বেশি সময় সহবাস করা সত্ত্বেও সন্তান জন্মদানে ব্যর্থ হয়,তখন সেই দম্পত্তিকে ‘বন্ধ্যা’ এবং দম্পত্তির এই অবস্থাকে বন্ধ্যাত্ব বলে। 

✓ বন্ধ্যাত্ব কাদের সমস্যা ?

বন্ধ্যাত্বের জন্য শুধু নারীদের দোষারোপ করা হয় আমাদের দেশে কিন্তু বন্ধ্যাত্ব শুধুমাত্র সবসময় নারীদের সমস্যা নয়। নারী পুরুষ উভয়ের সমস্যাই বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এই বন্ধ্যাত্ব পুরুষ অথবা মহিলা অথবা উভয়ের কারণে হতে পারে। তাই বন্ধ্যাত্বের জন্য শুধু নারীদের দোষারোপ করার মন মানসিকতা পরিহার করতে হবে। 

✓ বন্ধ্যাত্বের প্রকার

• প্রাথমিক বন্ধ্যাত্ব। যখন কোন মহিলার কখনই গর্ভসঞ্চার হয়নি
• সেকেন্ডারী বা অর্জিত বন্ধ্যাত্ব। অতীতে কখনও গর্ভ সঞ্চার হয়েছিল কিন্তু পরে দম্পত্তি বিগত এক বছর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে এক সাথে থাকার পরও গর্ভ ধারণে সক্ষম হননি

পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ সমূহ 
✓শুক্রাণু কম উৎপন্ন হলে
✓অন্ডকোষে আঘাত লাগলে
✓শুক্রাণু পুরোমাত্রায় নির্দিষ্ট বেগে গতিশীল না হলে
✓স্পার্ম বা শুক্রাণুর আকৃতি স্বাভাবিক না হলে
✓থাইরয়েড হরমোনের তারতম্য হলে
✓বহুমূত্র রোগ বা উচ্চরক্তচাপ থাকলে
✓গরমে এক নাগাড়ে কাজ করলে, টাইট আন্ডারওয়্যার পড়লে
✓মানসিক চাপ, দুশ্চিন্তা করলে
✓নিয়মিত বিষন্নতার ঔষধ সেবন করলে
✓অতিরিক্ত ওজন হলে
✓যৌনবাহিত রোগের কারণে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমে গেলে
✓বয়সজনিত কারনে শুক্রাণুর সংখ্যা কমে গেলে
✓রেডিয়েশন বা বিকিরণের জন্যেও শুক্রাণুর উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে গেলে
✓অন্ডকোষের পুং হরমোন তৈরীর কোষ লেডিগ সেল এবং শুক্রাণু তৈরীর কোষ সারটোলি সেলের ত্রুটি থাকলে
✓কোন সংক্রমণ বা আঘাতের ফলে শুক্রাণু বের হবার পথ বন্ধ হয়ে গেলে
✓উশৃঙ্খল জীবনযাপন, ধূমপান, মদ্যপান করলে
✓পর্যাপ্ত বিশ্রামের অভাব হলে


নারীর ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ সমূহ  

✓ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের না হলে বা বের হলেও তাদের আকৃতি স্বাভাবিক না হলে
✓ডিম্বাণু নি:সরণের আগে ও পরে কিছু কিছু হরমোন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নি:সৃত না হলে
✓ডিম্বনালীর গঠনে সমস্যা থাকলে
✓জরায়ুর মধ্যের আস্তরণ জরায়ুর ভিতরের অংশ ছেড়ে ডিম্বনালী, ডিম্বাশয় বা জরায়ুর পিছন দিকে ছড়িয়ে গেলে
✓বহুমূত্র রোগ বা উচ্চরক্তচাপ থাকলে
✓কোন সংক্রমণ বা আঘাতের ফলে শুক্রাণু বের হবার পথ বন্ধ হয়ে গেলে
✓উশৃঙ্খল জীবনযাপন, ধূমপান, মদ্যপান করলে
✓পর্যাপ্ত বিশ্রামের অভাব হলে
✓নিয়মিত বিষন্নতার ঔষধ সেবন করলে
✓অতিরিক্ত ওজন হলে
✓যৌনাঙ্গে যক্ষা হলে
✓জরায়ুতে টিউমার হলে
✓জন্মগতভাবে জরায়ুতে ত্রুটি থাকলে
✓অকালে রজ:নিবৃত্তি বা মেনোপজ হলে
✓যোনির মুখপথে সমস্যা থাকলে
✓ডায়াবেটিস বা বহুমূত্র রোগ থাকলে
✓পিটুইটারী গ্রন্থির কোন সমস্যা হলে
✓থাইরয়েড হরমোনের তারতম্য হলে

বন্ধ্যাত্বের যৌথকারণ 

সঠিক পদ্ধতিতে সহবাস এবং উর্বর সময়ে সহবাস করার জ্ঞানের অভাব
মারাত্মক পুষ্টিহীণতার কারণে অনেক সময় গর্ভসঞ্চার হয় না


No comments

Powered by Blogger.