এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক্ব

The right of one Muslim to another Muslim.



  The right of one Muslim to another Muslim. 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। মুসলমানের প্রতি মুসলমানের আচরণ হবে নম্র ভদ্র সহানুভূতিশীল। এই বিশ্বে সুন্দর এবং মিল-বন্ধনের উদাহরণ হয়ে থাকবে ইসলাম ধর্মে নাম। ইসলাম ধর্মে মূল মন্ত্র হচ্ছে শান্তি। তাই এমন কিছু দায়িত্ব রয়েছে যা আপনাকে মুসলমান হিসেবে পালন করতেই হবে। 

হক্কানী আলেমদের মতে এমন কিছু দায়িত্বের কথা বলা হবে তা মুসলিম হিসেবে আমাদের পালন করা একান্ত আবশ্যক। যেমন,
✓ এক মুসলমান অপর মুসলমানের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে
✓ সে কাঁদলে তার প্রতি দয়া করবে
✓ তার দোষ-ত্রুটি গোপন করবে। ভুল শুধরানোর জন্য‌ও বলতে হলে তা গোপনেই বলবে। যাতে কেউ না জানে। 
✓ তার আরজ-আপত্তি মেনে নিবে
✓ তার কষ্ট লাঘব করবে।

✓ এক‌ মুসলমান অপর মুসলমানের ধন সম্পদ বা মান-সম্মানের কোন ক্ষতি করবে না
✓ তাকে তুলে দিয়ে তার স্থানে বসবে না
✓ তৃতীয় ব্যক্তিকে একা ছেড়ে দু’জনে কথা বলবে না।

✓ সব সময় এক‌ মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করবে
✓ তার দেখাশোনা করবে ও তাকে ভালোবাসবে
✓ তার দায়িত্বের ক্ষেত্রে ছাড় দিবে
✓ অসুস্থ হলে সেবা-শুশ্রূষা করবে
✓ মৃত্যুবরণ করলে জানাযায় অংশ নিবে।

✓ এক‌ মুসলমান অপর মুসলমানের দাওয়াত কবুল করবে। কোন বিষয়ে সাহায্য চাইলে সামর্থ্য থাকলে সাহায্য করবে।
✓ অপারগতা না থাকলে তার হাদিয়া কবুল করবে
✓ তার সদাচরণের প্রতিদান দিবে
✓ প্রয়োজন হলে তাকে সাহায্য করবে
✓ তার পরিবার-পরিজনের হেফাযত করবে। 

✓ এক‌ মুসলমান অপর মুসলমানের অভাব মোচন করার চেষ্টা করবে 
✓ তার ভালো আবেদন পূরণ করবে
✓ তার বৈধ সুপারিশ গ্রহণ করবে
✓ তার বৈধ আশা পূরণ করবে
✓ সে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে।

✓ এক‌ মুসলমান অপর মুসলমানের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করবে না।
✓ সামর্থ্যানুযায়ী সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে
✓ ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি শ্রদ্ধা প্রকাশ করবে 
✓ দু’জন মুসলমানের মাঝে কলহ হলে তাদেরকে পরস্পরে মিলিয়ে দিবে
✓ তার গীবত করবে না।

✓ এক‌ মুসলমান অপর মুসলমানের হারানো জিনিস পেলে তার কাছে পৌঁছে দিবে
✓ তার সালামের উত্তর তাকে শুনিয়ে দিবে
✓ নম্রতার সাথে ও হাসিমুখে তার সাথে কথা বলবে
✓ তার প্রতি সদাচরণ করবে
✓ তার উপর কেউ জুলুম করলে তাকে সাহায্য করবে। সে কারো উপর জুলুম করলে তাকে বাধা দিবে।

✓ এক‌ মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা পোষণ করবে। শত্রুতা করবে না
✓ তাকে লাঞ্ছিত করবে না। যে জিনিস নিজের জন্য পছন্দ করো, তা তার জন্যও পছন্দ করবে
✓ সাক্ষাত হলে সালাম করবে, সম্ভব হলে মুসাফাহা করবে
✓ ঘটনাচক্রে পরস্পরে মনোমালিন্য হলে তিন দিনের বেশি 
কথা বন্ধ রাখবে না
✓ তার প্রতি মন্দ ধারণা পোষণ করবে না।




No comments

Powered by Blogger.