মসজিদ আল হারামে তুষারপাত দেখানো ভিডিওটি ভুয়া: মেট্রোলজিক্যাল সেন্টার

মসজিদ আল হারামে তুষারপাত দেখানো ভিডিওটি ভুয়া: মেট্রোলজিক্যাল সেন্টার


video-showing-snowfall-masjid-al-haram-fake-metrological-center


video-showing-snowfall-masjid-al-haram-fake-metrological-center


রবিবার, মসজিদ আল হারামে তুষারপাতের অভিযোগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে।


 নিম্ন মানের ভিডিও এবং পরিষ্কারভাবে ফিল্টার সহ মাতাফকে ভারী বৃষ্টিপাতের সাথে দেখানো হয়েছে যাকে তুষারপাত বলে ভুল করা যেতে পারে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে ক্যাপশন সহ 'হারামে তুষারপাত' বিশেষত কারণ দুটি পবিত্র মসজিদে তুষারপাতের কথা শোনা যায় না।


 সৌদি আরবের ন্যাশনাল মেট্রোলজিক্যাল সেন্টার রবিবার এক বিবৃতি জারি করে নিশ্চিত করেছে যে ভিডিওটি একটি জাল এই অর্থে যে ভিডিওটিতে সাদা ফিল্টার প্রয়োগ করা হয়েছিল বৃষ্টিপাতকে তুষার হিসাবে দেখানোর জন্য।


দুটি পবিত্র মসজিদে সম্প্রতি বৃষ্টিপাত হচ্ছে এবং সম্ভবত একজন দর্শক ভিডিওটি আপলোড করেছেন।



নিউজটি হারামাইন শরিফাইন নামক ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে। 


এটা স্পষ্ট যে, বৃষ্টির দৃশ্যে সাদা তুষার পাতের ফিল্টার লাগিয়ে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মুসলমানদের। 


আজ কাল সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। তাই সকলের প্রতি অনুরোধ র‌ইলো, সত্য মিথ্যা যাচাই করে সোশ্যাল মিডিয়া ব্যবাহার করবেন। বিশেষ করে ধর্মীয় বিষয় গুলো আরো গুরুত্বসহকারে বিবেচনা করবেন।


No comments

Powered by Blogger.