গোসলের ফরয এবং সুন্নাত সমূহ

obligations-sunnahs-bathing




ইসলামি শরিয়তে পবিত্রতা অর্জনের তিনটি মাধ্যম রয়েছে অর্থাৎ তিনটি উপায়ে পবিত্রতা অর্জন করা যায়, গোসল, অজু, তায়াম্মুম। এর মধ্যে গোসল হলো সব চেয়ে উত্তম এবং বড় পরিসরে পবিত্রতা অর্জনের মাধ্যম। গোসল দ্বারা শারীরিক পরিচ্ছন্নতা এবং আত্মার প্রশান্তি লাভ করা যায়।


কোরআন পাকের সূরায়ে বাকারার ২২২ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘এবং যারা পবিত্র থাকে, তাদের আল্লাহ ভালোবাসেন।’ হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই পবিত্রতা অর্জন করা খুবই জরুরি কাজ।


গোসলের আভিধানিক অর্থ, কোনো কিছুর ওপর পানি পূর্ণাঙ্গরূপে প্রবাহিত করা ইসলামী শরয়তের পরিভাষায় গোসলের অর্থ হলো, আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী পূর্ণাঙ্গরূপে শরীর ধৌত করা। কেননা ইসলামে বেশকিছু ইবাদাতের জন্য পবিত্রতা অর্জন করা পূর্ব শর্ত। 


গোসল ফরজ হওয়ার কারণ আর গোসলের ফরজ দুটি কিন্তু ভিন্ন সাবজেক্ট, তাই আজ আমরা আলোচনা করবো গোসলের ফরজ এবং সুন্নাত কি কি এই বিষয় নিয়ে, চলুন শুরু করা যাক। 

★ গোসলের ফরয সমূহ 
১. ভালভাবে একবার কুলি করা। সূরা মায়িদা, আয়াত নং ৬
২. নাকের নরমস্থান পর্যন্ত একবার পানি পৌঁছানো।
৩. সমস্ত শরীরে একবার পানি পৌঁছে দেয়া, যেন কোথাও এক চুল পরিমাণ শুকনো না থাকে। তিরমিযী, ১০৩; আল বাহরুর রায়িক, ১ : ৪৫
এই তিনটি ফরজ সম্পাদন করে বাকি আপনি আপনার মতো করে গোসল সেরে নিতে পারেন। বাকি গোসলের কিছু সুন্নাত রয়েছে, যে গুলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গিয়েছিলেন, নিচে তুলে ধরা হলো, গোসলের সুন্নাত সমূহ সম্পর্কে। 


★ গোসলের সুন্নাত সমূহ
১. ফরয গোসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-১০২০
২. শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া। মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৬৯৪

৩. পৃথকভাবে উভয় হাত কব্জিসহ ধোয়া। বুখারী শরীফ, হাদীস নং-২৪৮
৪. শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকী লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেয়া। মুসলিম শরীফ, হাদীস নং-৩২১


৫. নাপাকী লেগে থাকলে বা না লেগে থাকলে সর্ব অবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা। এরপর উভয় হাত ভালভাবে ধুয়ে নেয়া। বুখারী শরীফ, হাদীস নং-২৪৯
৬. সুন্নাত তরীকায় পূর্ণ উযু করা। তবে গোসলের স্থানে পানি জমে থাকলে, গোসল শেষ করে পা ধৌত করবে। বুখারী শরীফ, হাদীস নং-২৬০


৭. প্রথমে মাথায় পানি ঢালা। বুখারী শরীফ, হাদীস নং-২৫৬
৮. এরপর ডান কাঁধে। বুখারী শরীফ, হাদীস নং-২৫৪

৯. এরপর বাম কাঁধে। বুখারী শরীফ, হাদীস নং-২৫৪
১০. অতঃপর অবশিষ্ট শরীর ভিজানো। বুখারী শরীফ, হাদীস নং-২৭৪


১১. সমস্ত শরীরে এমনভাবে তিনবার পানি পৌঁছানো, যেন একটি পশমের গোড়াও শুষ্ক না থাকে। (আবু দাউদ, হাদীস নং-৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং- ৮১৩)
তবে নদী-পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিন বার পানি ঢালার সুন্নাত আদায় হয়ে যাবে। আবু দাউদ, হাদীস নং-২৪৯
১২. সমস্ত শরীর হাত দ্বারা ঘষে-মেজে ধৌত করা। তিরমিযী, হাদীস নং-১০৬


No comments

Powered by Blogger.