ইস্তেঞ্জার সুন্নাত এবং আদব-কায়দা

sunnah-and-adab-qaida-istanjar



ইস্তেঞ্জা শব্দের অর্থ হচ্ছে নাজাত তলব করা। খাঁটি বাংলায় বললে শান্তি খোঁজা। মুলত শব্দটি ব্যবহার করা হয় ইংরেজি toilet (stool or urine)'র পরিভাষা হিসেবে। বাংলায় এর পরিভাষিক শব্দ হল পায়খানা বা পেশাব। ইংরেজি, বাংলা কনোটাই এত রূচীশীল মনে হয় না, আরবী শব্দটির মতো। 

অর্থের দিক থেকে বহুল অর্থবহ এই শব্দটির তুলনা নেই। তাই তো অনেকেই এই শব্দটি ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের দৈনন্দিন জীবনে।শব্দটির অর্থ যে কতটা নিখুঁত ও পূর্ণাঙ্গ তা আর বলার অপেক্ষা রাখে না। যখন আমাদের এই ধরনের কোনও চাপ সৃষ্টি হয় তখন আমরা পরিত্রাণ খুঁজতে থাকি। 

এই চাপ থেকে পরিত্রাণ ফেলেই আমরা আরাম অনুভব করি। খুবই নির্ভুল এবং ত্রুটিহীন কথা। এই ইস্তেঞ্জায় রয়েছে প্রিয় নবীর কিছু দেখানো নিয়ম কানুন, যা আপনি মানতে পারলে এটিও হয়ে যাবে ইবাদাতের অন্তর্ভুক্ত। তাই তো আজকে ইস্তেঞ্জার সুন্নাত সমূহ নিয়েই আলোচনা হবে। 


★ ইস্তিঞ্জার সুন্নাতসমূহ
১. মাথা ঢেকে রাখা। বাইহাকী শরীফ, হাদীস নং-৪৫৬
২. জুতা-স্যান্ডেল পরিধান করে যাওয়া। তাবাকাতে ইবনে সা‘আদ’, ১৮৫/ কানযুল উম্মাল, হাদীস নং-১৭৮৭২
৩. পায়খানায় প্রবেশের পূর্বে এই দু‘আ পড়া- মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস নং-৫)

بِسْمِ اللهِ اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ.


৪. দু‘আ পড়ার পর আগে বাম পা ঢুকানো। আবু দাউদ, হাদীস নং-৩২
৫. কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। বুখারী শরীফ, হাদীস নং-১৪৪
৬. যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে ছতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা, দাঁড়িয়ে পেশাব না করা। নাসায়ী শরীফ, হাদীস নং-২৯/ তিরমিযী শরীফ, হাদীস নং-১৪

৭. পেশাব ও নাপাক পানির ছিঁটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। বুখারী শরীফ, হাদীস নং-২১৮
৮. পানি খরচ করার পূর্বে ঢিলা-কুলুখ (বা টয়লেট পেপার) ব্যবহার করা। বাইহাকী, হাদীস নং-৫১৭
৯. ঢিলা ও পানি খরচ করার সময় বাম হাত ব্যবহার করা। বুখারী শরীফ, হাদীস নং-১৫৪

১০. পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা। ইবনে মাজাহ শরীফ, হাদীস নং-৩২৬
১১. যেখানে পেশাব ও পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা নেই, সেখানে এমনভাবে বসা যেন ছতর নজরে না পড়ে। আবু দাউদ হাদীস নং-২
১২. পেশাবের জন্য নরম বা এমন স্থান তালাশ করা যেখান থেকে পেশাবের ছিঁটা শরীরে বা কাপড়ে না লাগে। আবু দাউদ, হাদীস নং-৩

১৩. ঢিলা-কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা। সহীহ ইবনে খুযাইমা, হাদীস নং-৮৩
১৪. ডান পা দিয়ে বের হওয়া। আবু দাউদ, হাদীস নং-৩২
১৫. বাইরে এসে এই দু‘আ পড়া- আবু দাউদ, হাদীস নং-৩০/ ইবনে মাজাহ, হাদীস নং-৩০১

غُفْرَانَكَ اَ لْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذٰى وَعَافَانِيْ.

★ ইস্তেঞ্জার আদব-কায়দা
১. পেশাব করার সময় নরম স্থান নির্বাচন করা, যাতে পেশাবের ছিটা নিজের গায়ে বা জামা কাপড়ে না পড়ে।
২. পেশাব-পায়খানার সময় বাম পায়ের উপর ভর দিয়ে বসা মুস্তাহাব।
৩. খালি জায়গায় পেশাব-পায়খানা করলে মানুষের দৃষ্টির বাহিরে নির্জন স্থানে বসা। যেখানে সেখানে, রাস্তার পাশে বসে না পড়া। 


৪. অতি প্রয়োজন ছাড়া এমন কোনো কিছু সাথে নেওয়া মাকরূহ যাতে আল্লাহর নাম রয়েছে।
৫. ইস্তেঞ্জা করার জায়গার কাছাকাছি হওয়ার আগে কাপড় না তোলা উত্তম।‌
৬. ইস্তেঞ্জা করতে বসে কথা না বলা। 
৭. গর্তে পেশাব না করা, কেননা গর্তে জমে থাকা পানি পশু পাখি পান করে। 


৮. ইস্তেঞ্জা করতে বসে ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করা।
৯. চলাচলের রাস্তা, বসা ও বিশ্রামের জায়গায়, ফলদার, ছায়াদার গাছ ইত্যাদির নিচে পেশাব-পায়খানা করা হারাম। এটি কিছুতেই করা যাবেনা।
১০. দাঁড়িয়ে পেশাব করা মাকরূহ। এবংকি পেশাব করার সময় পেশাবের ছিটা থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।


No comments

Powered by Blogger.